Site icon Jamuna Television

শিমুলিয়াঘাট হয়ে আজও ঢাকা ছাড়ছে মানুষ

মুন্সিগঞ্জ প্রতিনিধি:

লকডাউনের ঘোষণা আসার পর থেকে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট দিয়ে ঢাকা ছাড়তে শুরু করেছে বহু মানুষ। দক্ষিণবঙ্গের ঘরমুখি মানুষ শিমুলিয়াঘাট হয়ে ফেরি পার হচ্ছে। তবে গত কয়েকদিনের চেয়ে আজ সোমবার (২৮ জুন) সকাল থেকে শিমুলিয়াঘাটে যাত্রীদের উপস্থিতি কিছুটা কমেছে। বিআইডাব্লিউটিসি জানিয়েছে শিমুলিয়া-বাংলাবাজার নৌ-রুটে বর্তমানে মোট ১৪টি ফেরি সচল রয়েছে। ঘাটে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

ফেরি চলাচল স্বাভাবিক থাকায়, পণ্যবাহী গাড়ির সাথে উঠে পড়ছেন যাত্রীরা। ফেরিঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে অন্তত পাঁচশ পণ্যবাহী যানবাহন। এদিকে লকডাউন বাস্তবায়ন করতে ঘাটে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। তিন নং ফেরিঘাটের কাছে নতুন করে পুলিশের আরও একটি চেকপোস্ট বাসানো হয়েছে।

বিআইডাব্লিউটিসির শিমুলিয়াঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) ফয়সাল আহমেদ জানান, শিমুলিয়া-বাংলাবাজার নৌ-রুটে বর্তমানে মোট ১৪টি ফেরি সচল রয়েছে। ঘাট এলাকায় পারাপারের জন্য অপেক্ষায় রয়েছে ৫ শতাধিক গাড়ি। সিরিয়াল অনুযায়ী সব গাড়ি পার করা হবে।

লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, শিমুলিয়া মোড়ে চেকপোস্ট আছে। ঘাটের প্রবেশ মুখেও চেকপোস্ট আছে। এছাড়া ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর এলাকায় চেকপোস্ট রয়েছে। জরুরি প্রয়োজন ও ডাক্তারি কাগজপত্র ছাড়া যাত্রীদের ঘাটে যেতে দেওয়া হচ্ছে না। পণ্যবাহী গাড়ি চলাচল করছে। ঘাটেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।

Exit mobile version