Site icon Jamuna Television

দেশে একদিনে রেকর্ড করোনা শনাক্ত

আজ করোনায় সর্বোচ্চ মৃত্যু ঢাকায়

দেশে একদিনে রেকর্ড ৮ হাজার ৩৬৪ করোনা শনাক্ত হয়েছে। যা একদিনে করোনা শনাক্তে সর্বোচ্চ রেকর্ড। এর আগে ৭ এপ্রিল সর্বোচ্চ ৭ হাজার ৬২৬ জন করোনা শনাক্ত হয়েছিল।

গত ২৪ ঘণ্টায় ৮ হাজার ৩৬৪ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৩.৮৬ শতাংশ। মৃত্যু হয়েছে ১০৪ জনের। এ নিয়ে মোট প্রাণহানি দাঁড়িয়েছে ১৪ হাজার ২৭৬ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৫ হাজার ৫৯ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ৮ লাখ ৯৬ হাজার ৭৭০ জন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ৫৭০ জন। মোট সুস্থ ৮ লাখ ৭ হাজার ৬৭৩ জন।

মৃত ১০৪ জনের মধ্যে পুরুষ ৬৮ জন আর নারী ৩৬। বিভাগ ভিত্তিক সর্বোচ্চ মৃত্যু হয়েছে খুলনায় ৩৫ জন। এছাড়া ঢাকায় ২৭, চট্টগ্রামে ১৯ জন, রংপুরে ৯, রাজশাহীতে ৭, ময়মনসিংহে ৫ আর বরিশালে ২ জন মারা গেছেন।

উল্লেখ্য, দেশে করোনার প্রথম সংক্রমণ শনাক্ত হয়েছিলো গত বছরের ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।

ইউএইচ/

Exit mobile version