Site icon Jamuna Television

গণপরিবহন বন্ধ রেখে অফিস খোলা রাখার প্রতিবাদে চট্টগ্রামে সড়ক অবরোধ

গণপরিবহন বন্ধ রেখে অফিস ও শিল্পকারখানা খোলা রাখার প্রতিবাদে চট্টগ্রামে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন গার্মেন্টসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শ্রমিকরা।

সকাল ৭টার দিকে নগরীর আগ্রাবাদে সড়কে অবস্থান নেয় তারা। এতে বন্ধ হয়ে যায় যান চলাচল। আশেপাশের বিভিন্ন সড়কেও দেখা দেয় যানজট। বিক্ষুব্ধ শ্রমিকরা বলেন, গণপরিবহন বন্ধ রেখে শিল্পকারখানা খোলা রাখায় যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের। গুণতে হচ্ছে কয়েকগুণ বাড়তি ভাড়া।

সকাল থেকে ৪ ঘণ্টা রাস্তা অবরুদ্ধ রাখার পর বেলা এগারটার দিকে রাস্তা থেকে সরে যায় বিক্ষোভকারীরা।

Exit mobile version