Site icon Jamuna Television

কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রাণহানি ২ বিচ্ছিন্নতাবাদীর

কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রাণহানি ২ বিচ্ছিন্নতাবাদীর

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রাণ গেছে ২ বিচ্ছিন্নতাবাদীর। বুধবার কুলগাম শহরে যৌথ বাহিনীর অভিযানের সময় হয় এ ঘটনা।

ভারতীয় গণমাধ্যমে বলা হয়, বিচ্ছিন্নতাবাদীদের অবস্থান সম্পর্কে জানতে পেরে চিমার এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা কর্মীরা। এসময় প্রতিরোধের চেষ্টা করে বিচ্ছিন্নতাবাদীরা। এনকাউন্টারে মৃত্যু হয় দু’জনের। তাদের একজন হিজবুল মুজাহিদিনের কুলগাম জেলা কমান্ডার বলে জানানো হয়। নিহত অপরজনও একই সংগঠনের সদস্য।

কাশ্মিরে বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে লাগাতার অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। একদিন আগেই উপত্যকার শ্রীনগরে প্রাণ যায় লস্কর-ই তৈয়বার দুই সদস্যের।

এনএনআর/

Exit mobile version