Site icon Jamuna Television

অভিবাসনপ্রার্থীদের নৌযানে গুলির অভিযোগ লিবিয়ার কোস্টগার্ডের বিরুদ্ধে

লিবিয়ায় কোস্টগার্ডের বিরুদ্ধে অভিবাসনপ্রার্থী বোঝাই নৌযানে গুলি করার অভিযোগ

অভিবাসনপ্রার্থীদের নৌযানে গুলির অভিযোগ লিবিয়ায় কোস্টগার্ডের বিরুদ্ধে
লিবিয়ার কোস্টগার্ডের বিরুদ্ধে উঠলো অভিবাসনপ্রার্থী বোঝাই নৌযানে গুলি করার গুরুতর অভিযোগ। বৃহস্পতিবার চাঞ্চল্যকর এ ভিডিও প্রকাশ করে জার্মান এনজিও- সিবার্ড।

পর্যবেক্ষক সংস্থাটির বিমান থেকে ধারণকৃত ফুটেজে স্পষ্ট, কোস্টগার্ডের জাহাজটি উদ্ধারের জন্য নয়, বরং তাড়া করছিলো ছোট্ট নৌযানটিকে। একইসাথে ভূমধ্যসাগরে ভাসমান নৌকাটিকে লক্ষ্য করে গুলি ছুঁড়ছিলো। মূলতঃ ইউরোপে প্রবেশে বাধা দিতেই এ পদক্ষেপ।

সিবার্ডের তথ্য অনুসারে, নীল রঙের কাঠের নৌকাটিতে ছিলেন ৩০ জনের বেশি আরোহী। লিবীয় জাহাজটিকে ‘পিবি- সিক্স ফোর এইট রাস জাদির’ হিসেবে শনাক্ত করেছে এনজিওটি।

চলতি বছর, লিবিয়ার বিরুদ্ধে গোলাগুলি করার অভিযোগ তুলেছিলো অন্তত ৮০ অভিবাসনপ্রার্থী। কিন্তু ছিলো না উপযুক্ত তথ্য-উপাত্ত। এবার সেই প্রমাণও দিলো সিবার্ড।

এনএনআর/

Exit mobile version