Site icon Jamuna Television

নোয়াখালীতে চাঁদা না পেয়ে প্রবাসীকে হয়রানির অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর চাটখিল পৌরসভায় এক যুক্তরাজ্য প্রবাসীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্নভাবে অপপ্রচার চালিয়ে হয়রানির অভিযোগে নিজ বাড়িতে সকালে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী প্রবাসীর পরিবার।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন ব্রিটেন প্রবাসী শাহ আবু সুফিয়ান। তিনি বলেন, একই বাড়ির প্রতিবেশী নার্গিস আক্তার ও আলি হোসেনের সাথে ২০০৪ সাল থেকে আদালতে জায়গা-জমি নিয়ে মামলা চলমান। এরই ধারাবাহিকতায় কতিপয় দুষ্কৃতিকারী প্রবাসীর কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দেয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্নভাবে আমার পরিবারের বিরুদ্ধে অপপ্রচার চালায়।

প্রবাসী পরিবারটি চাঁদাবাজদের হাত থেকে মুক্তি পেতে সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

ইউএইচ/

Exit mobile version