Site icon Jamuna Television

আন্তর্জাতিক ক্রিকেট না থাকলেই ফ্রাঞ্জাইজি খেলতে পারবে ক্রিকেটাররা: আকরাম খান

বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান।

দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট না থাকলেই কেবল ফ্রাঞ্জাইজি ক্রিকেট খেলতে পারবেন ক্রিকেটাররা। এমনটাই জানিয়েছেন ক্রিকেট অপারেশন কমিটির চেয়ারম্যান আকরাম খান।

সাকিবসহ সাত ক্রিকেটার খেলার আগ্রহ প্রকাশ করেছেন লঙ্কা প্রিমিয়ার লিগে। যার দ্বিতীয় আসর শুরু হবে আগামী ৩০ জুলাই থেকে ২২ আগস্ট। আগস্টের ২ থেকে ৮ তারিখ পর্যন্ত অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ রয়েছে বাংলাদেশের। সে সময় মাঝে ফাঁকা সময় পেলেই শুধু খেলার অনুমতি পাবেন ক্রিকেটাররা।

এদিকে ক্রিকেটাররা কে কোন ফরম্যাট খেলতে চায় জানতে চিঠি দিয়েছিলো বিসিবি। যেখানে কেন্দ্রীয় চুক্তির জন্য সব ক্রিকেটারই তিন ফরম্যাটে খেলতে চায় বলে জানিয়েছেন আকরাম খান।

ইউএইচ/

Exit mobile version