Site icon Jamuna Television

অমিতাভ বচ্চনের বাড়ি ভাঙার নির্দেশ দিলো বিএমসি

অমিতাভ বচ্চনের বাড়ি ভাঙার নির্দেশ দিলো বিএমসি

ছবি: সংগৃহীত

রাস্তা সম্প্রসারণ করার জন্য অমিতাভ বচ্চনের ‘প্রতীক্ষা’ বাংলোর একাংশ ভেঙে ফেলা হবে। ২০১৭ সালের এক বিজ্ঞপ্তি অনুযায়ী শীঘ্রই এই কাজ শুরু করবে বলে জানায় বিএমসি।

অমিতাভের ‘প্রতীক্ষা’সহ মোট আটটি বাড়ির মালিকদের নোটিস পাঠিয়েছে বিএমসি। তার মাঝে আছে রাজকুমার হিরানি, ওবেরয় রিয়ালিটি, পঙ্কজ বালাজি, হারেশ খান্ডেওয়াল ও হারেশ জাগতানির বাড়ি।

বচ্চন পরিবারকে পাঠানো নোটিশে বলা হয়েছে, ‘সন্ত নয়নেশ্বর মার্গ’ রাস্তা সম্প্রসারণ করার জন্য ‘প্রতীক্ষা’ বাংলোর একটি অংশ ভেঙ্গে ফেলা হবে।

জানা যায়, রাস্তা সম্প্রসারণ নীতি অনুযায়ী ২০১৭ সালে অভিনেতা অমিতাভ বচ্চনকে নোটিশ পাঠিয়েছিল বিএমসি।

এনএনআর/

Exit mobile version