Site icon Jamuna Television

ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় করোনায় ১২ জনের মৃত্যু, আক্রান্ত ১৯৪

ফরিদপুর প্রতিনিধি:

গত ২৪ ঘণ্টায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ১২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় ৩ জন এবং করোনার উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া জেলাটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ১৯৪ জন । আক্রান্তের হার ৪৭.০৫ শতাংশ। জেলায় মৃতের হার ১.৭০ শতাংশ।

মৃতদের মধ্যে নাজমা(৪০), মনোয়ারা বেগম(৫৫), শাজাহান (৭১), সিদ্দিক (৪৫), শাজাহান(৮০), রওশন আলী (৮৫) ও দেলোয়ার হোসেন (৬০)। এই ৭ জনের বাড়ি ফরিদপুরে। শামসুন্নাহার (৭০) ও হরবিলাস (৩৮) মাদারীপুর, রেজাউল হাসান ও মজিবুর রহমান রাজবাড়ী এবং হিমলা বিশ্বাসের বাড়ি ঝিনাইদাহ জেলায়।

এ ছাড়া দেশের চলমান কঠোর লকডাউনের আজ পঞ্চম দিনে শহরে ঢিলেঢালা ভাবে পালিত হয়েছে পুলিশ চেকপোষ্টের নজরদারী তেমন একটা লক্ষ্য করা যায়নি। শহরের সর্বত্রই রিকশা, ইজিবাইক, মোটরসাইকেল, ও প্রাইভেটকার চলাচল করতে দেখা গেছে। দীর্ঘ লাইন দেখা গেছে ব্যাংক গুলোতে।

ফরিদপুর জেলার স্বাস্থ্য বিভাগ জানায়, জেলায় এপর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৬২২ জন। হাসপাতাল গুলোতে ভর্তি আছেন ২৮৪ জন আর আইসোলেশনে আছেন ১৬১৫ জন।

Exit mobile version