Site icon Jamuna Television

স্ত্রীকে পুরনো গাড়ি উপহার দিলেন ধোনি

ভিন্টেজ এই গাড়ীটি স্ত্রীকে উপহার দিয়েছেন ধোনি

ভারত ক্রিকেট দলের সাবের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি তার স্ত্রীকে পুরনো একটি গাড়ি উপহার দিয়েছেন। বিবাহবার্ষিকীর এই উপহার পেয়ে অবশ্য দারুণ খুশি তার স্ত্রী সাক্ষী সিং ধোনি।

অবসরের পর সবার থেকে আড়ালে থাকতেই পছন্দ করেন ধোনি। তবে এবার আলোচনায় স্ত্রীকে উপহার হিসেবে দেওয়া গাড়ি নিয়ে। গাড়ির প্রতি আলাদা আগ্রহ রয়েছে ভারতের সাবেক অধিনায়কের। তার সংগ্রহশালায় অত্যাধুনিক সব গাড়ি রয়েছে। সেখান থেকে স্ত্রীকে উপহার দিলেন বেশ পুরনো একটি গাড়ি, যার নাম ‘ভিন্টেজ কার’।

সেই গাড়ির একটি ছবি শেয়ার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাক্ষী সিং ধোনি জানিয়েছেন নিজের আনন্দের কথা। ২০১০ সালের ৪ জুলাই সাক্ষীর সঙ্গে বিয়ে করেন মহেন্দ্র সিং ধোনি।

Exit mobile version