Site icon Jamuna Television

ব্রাহ্মণবাড়িয়ায় যৌন নিপীড়নের শিকার মানসিক ভারসাম্যহীন শিশু

২৫০ শয্যা বিশিষ্ট ব্রা‏হ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল। ছবি- সংগৃহীত।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ায় ৯ বছর বয়সী মানসিক ভারসাম্যহীন এক শিশু যৌন নিপীড়নের শিকার হয়েছে। এই ঘটনায় মামলা করেছে ভুক্তভোগী শিশুর পরিবার। সোমবার (৫ জুলাই) মধ্যরাতে অভিযুক্ত সাত্তার মিয়াকে (৫২) আসামি করে মামলা করেন শিশুটির বাবা।

মঙ্গলবার (৬ জুলাই) দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম।

পরিবার ও মামলার এজহার সূত্রে জানা যায়, ৯ বছর বয়সী শিশুটি চকলেট কিনতে একই এলাকার সাত্তার মিয়ার (৫২) দোকানে যায়। পরে সাত্তার চকলেটের প্রলোভন দেখিয়ে ওই শিশুটিকে মুদিমালের দোকানের পিছনের একটি কক্ষে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন।

শিশুটির চিৎকার শুনে এলাকার যুবকরা এগিয়ে এলে সাত্তার মিয়া পালিয়ে যায়। পরে মুমূর্ষু অবস্থায় শিশুটিকে উদ্ধার করে ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়।

এই ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের গাইনী চিকিৎসক মাহফিদা আক্তার হ্যাপী জানান, শিশুটিকে ধর্ষণ চেষ্টার কিছু আলামত পাওয়া গেছে। শরীরের স্পর্শকাতর বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। শিশুটির ডাক্তারি পরীক্ষা-নিরীক্ষার জন্য আলামত নেয়া হয়েছে।

Exit mobile version