Site icon Jamuna Television

রাজধানীর হাসপাতালগুলোতে বেড়েছে করোনা রোগীর চাপ

রাজধানীর হাসপাতালগুলোতে বেড়েছে করোনা রোগীর চাপ

ছবি: সংগৃহীত

রাজধানীর করোনা হাসপাতালগুলোয় তীব্র হচ্ছে চিকিৎসা সংকট। এছাড়া রাজধানীর সব করোনা হাসপাতালে ধারণ ক্ষমতার অতিরিক্ত রোগী ভর্তি রয়েছে।

করোনার এই পরিস্থিতিতে আইসিইউ আর অক্সিজেনের জন্য এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছুটছেন স্বজনরা।

এদিকে রাজধানীর হাসপাতালগুলোয় আসা রোগীদের বেশিরভাগই আসছেন বিভিন্ন জেলা থেকে। নগরীর ১৬টি সরকারি হাসপাতালে এখন পর্যন্ত ফাঁকা নেই কোন আইসিইউ শয্যা। বেসরকারি করোনা ডেডিকেটেড অন্য হাসপাতালে দুই একটি শয্যা ফাঁকা আছে বলে জানায় কর্তৃপক্ষ।

তবে ডিএনসিসি করোনা হাসপাতালে অর্ধ শতাধিক আইসিইউ শয্যা খালি আছে। এদিকে হাসপাতালের শয্যার সঠিক পরিসংখ্যান জানা না থাকায় ভোগান্তিতে পড়ছেন রোগীর স্বজনরা। বিশেষ করে শেষ মুহূর্তে হাসপাতালে আনায় চিকিৎসা দিতেও বিপাকে পড়ছেন চিকিৎসকরা।

এনএনআর/

Exit mobile version