Site icon Jamuna Television

সালমান খানের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ

সালমান খান ও তার বোন আলভিরা খান। ছবি: সংগৃহীত

বলিউড তারকা সালমান খান, তার বোন আলভিরা খান ও অন্যান্য ৬ জনের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ এনেছে চণ্ডীগড় পুলিশ। মঙ্গলবারের (১৩ জুলাই) মধ্যে তাদের কাছে জবাব চাওয়া হয়েছে। সালমান খান প্রতিষ্ঠিত দাতব্য প্রতিষ্ঠান বিয়িং হিউম্যান ফাউন্ডেশনের সাথে অভিযুক্ত ব্যক্তিরা জড়িত।

ভারতীয় গণমাধ্যমে এসেছে, অরুণ গুপ্ত নামের এক ব্যবসায়ী তাদের বিরুদ্ধে এ অভিযোগ করেছেন। অভিযোগে বলা হয়, বিয়িং হিউম্যান জুয়েলারি ব্র্যান্ডের নামে একটি শোরুম খোলেন অরুণ গুপ্ত এবং এর পেছনে ২ কোটি রুপি বিনিয়োগ করেন। তাকে বলা হয়, শোরুম উদ্বোধন করতে আসবেন সালমান খান। কিন্তু তিনিও আসেননি আর প্রচারণার জন্য যেসব প্রতিশ্রুতি দেয়া হয়েছিল সেগুলোও রাখেননি। পাশাপাশি এই শোরুমের জন্য পণ্য সামগ্রী পাঠানোর কথা ছিল। কিন্তু অনেক সময় চলে গেলেও এখনো কোনো পণ্য পাঠানো হয়নি।

চণ্ডীগড় থানার এসপি কেতন বনশাল ভারতীয় গণমাধ্যমকে জানান, ১৩ জুলাই পর্যন্ত তাদের সময় দেওয়া হয়েছে। কোনো অপরাধ সংগঠিত হয়ে থাকলে সে ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে।

Exit mobile version