Site icon Jamuna Television

ফ্লোরিডায় ভবনধসের ১৬ দিন পর ভগ্নস্তূপের নিচ থেকে উদ্ধার হলো জীবন্ত বিড়াল

ফ্লোরিডায় ভবনধসের ১৬ দিন পর ভগ্নস্তূপের নিচ থেকে উদ্ধার হলো জীবন্ত বিড়াল। ছবি: সংগৃহীত

ফ্লোরিডায় ভবনধসের ঘটনার ১৬ দিন পর ভগ্নস্তূপের নিচ থেকে মিললো একটি জীবন্ত বিড়ালের হদিস। ফিরিয়ে দেয়া হয়েছে মালিকের কাছে।

এদিকে, দুর্ঘটনায় এখন পর্যন্ত মিললো ৭৯ জনের মরদেহ। শুক্রবারও (৯ জুলাই) ধ্বংসস্তুপের নিচ থেকে উদ্ধার করা হয় ১৪ বাসিন্দার দেহাবশেষ।

উদ্ধার হওয়া দেহাবশেষগুলোর পরিচয় শনাক্তে চলছে ময়নাতদন্ত। এখনো নিখোঁজ চ্যাম্পলিন টাওয়ারের ৬১ বাসিন্দা। তাদের জীবিত উদ্ধারের সম্ভাবনা ছেড়ে দিয়েছেন উদ্ধারকর্মীরা। কিন্তু, লাশ পরিবারের কাছে হস্তান্তরের জন্য চলছে অনুসন্ধান। দুর্ঘটনার নিহতদের অনেকের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করেছে পরিবার-স্বজনরা।

গত ২৪ জুন হঠাৎই ধসে পড়ে সার্ফসাইড এলাকার ১২তলা ভবনটির একাংশ। পরবর্তীতে ত্রুটিপূর্ণ ভবনটিকে বিস্ফোরকের মাধ্যমে পরিকল্পিত উপায়ে গুঁড়িয়ে দেয়া হয়।

Exit mobile version