Site icon Jamuna Television

ভারতের কেরালায় ছড়াচ্ছে জিকাভাইরাস, রাজ্যে সতর্কতা জারি

ফাইল ছবি।

ভারতে করোনা মহামারির ভয়াবহতার মধ্যেই কেরালা রাজ্যে ছড়াচ্ছে জিকাভাইরাস। ১৪ জনের শরীরে সংক্রমণ শনাক্ত হওয়ায় রাজ্যে জারি করা হলো সতকর্তা।

রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী থিরুভানথাপুরাম জেলায় জিকা সংক্রমণের তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রথম এক অন্তঃসত্ত্বার শরীরে শনাক্ত হয় ভাইরাসটি। ২৪ বছরের ঐ নারী তামিলনাড়ু সীমান্তবর্তী একটি শহরের বাসিন্দা। জ্বর, মাথাব্যথা এবং ত্বকের সংক্রমণ নিয়ে গত মাসে তিনি হাসপাতালে ভর্তি হন। পরে, ১৯ জনের নমুনা পরীক্ষা করা হয়।

এর আগে ২০১৬ সালে গুজরাটে দেখা দিয়েছিল এ সংক্রমণ। ভাইরাসটির কারণে শিশুর মস্তিষ্ক এবং শারীরিক বৃদ্ধি ব্যাহত হয়। বিকৃত আকার নিয়ে জন্মায় গর্ভের সন্তান। মূলত এডিস মশার মাধ্যমে ছড়ায় জিকাভাইরাস।

Exit mobile version