Site icon Jamuna Television

প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর নজরদারি বন্ধে নির্বাহী আদেশে সই মার্কিন প্রেসিডেন্টের

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি: সংগৃহীত

গ্রাহকদের ওপর প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর নজরদারি এবং অনৈতিক প্রতিযোগিতা বন্ধে নির্বাহী আদেশে সই করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

শুক্রবারের (৯ জুলাই) এই আদেশের ফলে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ৭২ ধরনের পদক্ষেপ গ্রহণের সুযোগ পাবে মার্কিন বাণিজ্য বিভাগ। জনপ্রিয় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর গ্রাহকদের অতিরিক্ত ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে বলে অভিযোগ রয়েছে। এছাড়া, প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান কেনা এবং ছোটখাটো কোম্পানিগুলোর সাথে অনৈতিক প্রতিযোগিতায় জড়ানোরও অভিযোগ রয়েছে এদের বিরুদ্ধে। তাই, প্রযুক্তি খাতে পর্যবেক্ষণ বৃদ্ধি করবে মার্কিন সরকার।

তথ্য সংগ্রহে হবে ফেডারেল ট্রেড কমিশনের নতুন নীতিমালা। এছাড়া, অনলাইন বাজারে প্রতিযোগিতা এড়াতেও নেয়া হবে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। নির্বাহী আদেশে স্বাস্থ্য, কৃষি এবং পর্যটন খাতের মানোন্নয়নের তাগিদ দেয়া হয়েছে।

Exit mobile version