Site icon Jamuna Television

নাটকীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে ১৮ রানে হারালো উইন্ডিজ

অস্ট্রেলিয়াকে ১৮ রানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে ১৮ রানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ১৪৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১২৭ রানেই অল-আউট হয়ে যায় অস্ট্রেলিয়া। মিচেল মার্শের ফিফটিও বাঁচাতে পারেনি অস্ট্রেলিয়াকে।

সেন্ট লুসিয়ায় টস জিতে উইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠায় অস্ট্রেলিয়া। ৬ নম্বরে নেমে ২৮ বলে ৫১ রানের বিধ্বংসী ইনিংস খেলেন আন্দ্রে রাসেল। ৬ উইকেটে ১৪৫ রানের সংগ্রহ গড়ে উইন্ডিজ। হ্যাজলউড তিনটি ও মিচেল মার্শ নেন ২ উইকেট।

১৪৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই অধিনায়ক অ্যারন ফিঞ্চকে হারালেও অস্ট্রেলিয়ার শুরুটা হয় দুর্দান্ত। আরেক ওপেনার ম্যাথু ওয়েড উড়ন্ত সূচনা এনে দেন অজিদের। পাওয়ারপ্লের ৬ ওভারে অস্ট্রেলিয়া তোলে ৩ উইকেটে ৭০ রান। অস্ট্রেলিয়া দ্রুতগতিতে রান তুলতে থাকলেও ওয়েস্ট ইন্ডিজ নিয়মিত উইকেট তুলে নিয়ে ম্যাচে নিজেদের দাবি জানিয়ে রাখে।

এদিকে, শেষ ১০ ওভারে অস্ট্রেলিয়ার দরকার ছিল চল্লিশ রানের মতো, সেখান থেকে ওবেড ম্যাকয় এবং হেইডেন ওয়ালস জুনিয়রের দ্বিমুখী আক্রমণে উল্টো ১৮ রানে ম্যাচ হারে অস্ট্রেলিয়া।

ইউএইচ/

Exit mobile version