Site icon Jamuna Television

‘নারায়ণগঞ্জে সেজান জুসের কারখানায় লাগা আগুন পুরোপুরি নিভেছে’

সেজান জুসের কারখানায় লাগা আগুন পুরোপুরি নিভেছে।

নারায়ণগঞ্জে সেজান জুসের কারখানায় লাগা আগুন পুরোপুরি নিভেছে। তবে ভবনটির পাঁচ তলার ছাদের কিছু অংশ দেবে গেছে। এমনটাই জানিয়েছে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) লে. কর্নেল জিল্লুর রহমান।

শনিবার (১০ জুলাই) সকালে ভবনটি পরিদর্শন শেষে তিনি আরও জানান, রাসায়নিক ও মেশিনারিজ এক সাথে থাকায় আগুনের সূত্রপাত হয়েছে।

সার্বিক বিবেচনায় ভবনটি ঝুঁকিপূর্ণ বলে জানান তিনি। ভবনের কিছু কিছু জায়গা তালাবদ্ধ ছিল এবং দেয়াল থাকায় অনেকেই বের হতে পারেননি। ভবন নির্মাণে ন্যাশনাল বিল্ডিং কোডের বড় ব্যত্যয় ছিল বলেও জানান তিনি। এ কারণগুলো আগুন ছড়িয়ে পড়া আর প্রাণহানির অন্যতম কারণ বলে মনে করছে ফায়ার সার্ভিস।

Exit mobile version