Site icon Jamuna Television

কঠোর বিধিনিষেধের দশম দিনেও থেমে নেই মানুষ ও যানবাহনের চলাচল

কঠোর বিধিনিষেধ উপেক্ষা করে মানুষ ও গাড়ির চাপ বেড়েছে

কঠোর বিধিনিষেধের ১০ম দিনেও রাজধানীতে মানুষ ও যানবাহনের চলাচল থেমে নেই। লকডাউন মানার ক্ষেত্রে নগরবাসীর মধ্যে ঢিলেঢালাভাবও রয়েছে।

জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়া নিষেধ থাকলেও ছোটখাটো প্রয়োজনে বের হচ্ছেন অনেকে। পুলিশের অভিযোগ, বেশিরভাগ ক্ষেত্রেই জরুরি কারণের কথা বলে মিথ্যার আশ্রয় নিচ্ছে মানুষ।

শহরের বিশেষ বিশেষ মোড়ে চেকপোস্ট বসিয়ে মানুষের চলাচল নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। সন্তোষজনক উত্তর না পেলে ফেরত পাঠানো হচ্ছে। বার বার সতর্ক করার পরেও স্বাস্থ্যবিধি মানতে রাজি নন অনেকেই।

Exit mobile version