Site icon Jamuna Television

দুই ভবনে মশার লার্ভা, দুই লাখ টাকা জরিমানা ও তিন মাসের কারাদণ্ড

গুলশানের দু'টি নির্মাণাধীন ভবনে মশার লার্ভা পাওয়ায় দুই লাখ টাকা জরিমানা ও একজনকে তিন মাসের কারাদণ্ড

গুলশানের দুইটি নির্মাণাধীন ভবনে অভিযান চালিয়ে মশার লার্ভা পাওয়ায় দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া একজনকে ৩ মাসের কারাদণ্ড দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন কর্তৃপক্ষ।

শনিবার (১০ জুলাই) উত্তর সিটি করপোরেশনের ৫৪টি ওয়ার্ডে অভিযান চালানো হয়। অভিযান পরিদর্শন করেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম ও মেয়র আতিকুল ইসলাম।

এসময় মন্ত্রী বলেন, প্রতিটি ওয়ার্ডকে ১০টি ভাগে বিভক্ত করে কাজ করা হবে। মন্ত্রী আরও জানান, বাসাবাড়ি কিংবা কোনো প্রতিষ্ঠানে এডিস মশার লার্ভা পাওয়া গেলে জরিমানা করা হবে।

মেয়র আতিকুল ইসলাম বলেন, কোথাও এডিসের লার্ভা পাওয়া গেলে ছাড় দেওয়া হবে না।

Exit mobile version