Site icon Jamuna Television

ব্যাংকে চাকরি ছেড়ে মাদক ব্যবসা!

ক্রিস্টাল মেথের ৯৭৫ গ্রামের চালানসহ এই তিনজনকে গ্রেফতার করেছে র‍্যাব।

চট্টগ্রামে নতুন ধরনের মাদক ক্রিস্টাল মেথের ৯৭৫ গ্রামের একটি চালানসহ তিনজনকে গ্রেফতার করেছে র‍্যাব। র‍্যাবের সংবাদ সম্মেলনে জানানো হয় গ্রেফতারকৃতদের একজন, আমিনুর রশিদ ব্যাংকের চাকরি ছেড়ে মাদক ব্যবসায় জড়িত হয়েছিলো।

র‍্যাব জানায়, মাছ ব্যবসার আড়ালে আট মাস আগে এসব মাদক টেকনাফ থেকে চট্টগ্রামে নিয়ে আসে রুবেল নামে এক যুবক। পরে সে তার তিন সহযোগী শহীদুল ইসলাম, কাজী আমিনুর রশিদ ও সাইমন তারেককে মাদক বিক্রির দায়িত্ব দিয়ে সৌদি আরব চলে যায়। গতরাতে চট্টগ্রামের পাথরঘাটা এলাকায় মাদক বিক্রির চেষ্টাকালে র‍্যাবের হাতে ধরা পড়ে রুবেলের তিন সহযোগী।

ক্রিস্টাল আইস মূলত মিয়ানমার হয়ে বাংলাদেশে ঢুকেছে বলে জানান র‍্যাব কর্মকর্তারা।

Exit mobile version