Site icon Jamuna Television

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে আয়ারল্যান্ডের ইতিহাস

আয়ারল্যান্ড দল। ছবি: সংগৃহীত

দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৪৩ রানে হারিয়ে ইতিহাস গড়লো আয়ারল্যান্ড। প্রোটিয়াদের বিপক্ষে এটিই প্রথম জয় আইরিশদের।

ডাবলিনে আয়ারল্যান্ডের করা ২৯১ রানের জবাবে মাত্র ২৪৭ রানে থেমে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস।

প্রথমে ব্যাট করতে নেমে পল স্টার্লিং ও বালবার্নির ব্যাটে দারুণ শুরু পায় স্বাগতিকরা। স্টার্লিং ২৭ করে ফিরলেও ক্যারিয়ারের ষষ্ঠ শতকের দেখা পান বালবার্নি। ১০২ রান করে ফেরেন কাগিসো রাবাদার শিকার হয়ে। সঙ্গে টেক্টরের ৭৯ রানের ইনিংসে ২৯০ রানের পুঁজি পায় আয়ারল্যান্ড।

জবাবে ইয়ানেমান মালান ৮৪ ও ফন ডার ডাসেন ৪৯ রানের ইনিংস খেললেও ২৪৭ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। এই জয়ে সিরিজে ১-০’তে এগিয়ে গেলো আয়ারল্যান্ড।

এর আগে প্রথম ম্যাচ পরিত্যক্ত হয়েছিলো বৃষ্টির বাধায়।

Exit mobile version