Site icon Jamuna Television

এক শিশুকে উদ্ধার করতে গিয়ে কুয়ায় পড়লেন ৩০ উদ্ধারকারী

কুয়ার দেয়াল ধসে অন্তত ৩০ উদ্ধারকারী পড়ে যান গভীর পানিতে।

পানির কুয়ায় পড়ে যাওয়া এক শিশুকে উদ্ধার করতে গিয়ে লঙ্কাকাণ্ড ঘটে গেছে ভারতের মধ্যপ্রদেশে। কুয়ার দেয়াল ধসে অন্তত ৩০ উদ্ধারকারী পড়ে যান গভীর পানিতে।

বৃহস্পতিবার রাতের এ ঘটনায় এখন পর্যন্ত ৪ জনের মৃতদেহ পাওয়া গেছে। জীবিত উদ্ধার হয়েছে ১৯ জন। নিখোঁজ বাকিদের সন্ধানে এখনও অভিযান চলছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মধ্যপ্রদেশের বিদিশা জেলার ওই কুয়ায় পড়ে যায় এক শিশু। খবর পেয়ে তাকে উদ্ধার করতে সেখানে জড়ো হন স্থানীয়রা। এ সময় কুয়ার দেয়াল ধসে পড়ে।

কর্তৃপক্ষ বলছে, অনেক মানুষের চাপেই কুয়ার কংক্রিটের দেয়াল ভেঙে যায়। উদ্ধার অভিযানে অংশ নেয়া একটি ট্রাক্টরও পড়ে যায় কুয়ার ভেতর। ৫০ ফুট গভীর কুয়াটিতে ২০ ফুট পানি রয়েছে।

ইউএইচ/

Exit mobile version