Site icon Jamuna Television

অলিম্পিক খেলতে গিয়ে নিখোঁজ উগান্ডার অ্যাথলেট

করোনা পরিস্থিতিতির মাঝেই আগামি ২৩ জুলাই পর্দা উঠবে বিশ্বের সবচেয়ে বড় আসর ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ অলিম্পিকের। এবারের আসর বসবে জাপানের টোকিওতে।

তবে আসর শুরু হওয়ার আগেই নিখোঁজ হয়েছেন অলিম্পিকে অংশ নিতে আসা উগান্ডার এক অ্যাথলেট।

জাপান সরকারের একজন মুখপাত্রের বরাত দিয়ে শুক্রবার বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, পশ্চিম জাপানে পুলিশের সহায়তায় তাকে খোঁজা হচ্ছে। উগান্ডা থেকে আসা দলটি ওই এলাকাতেই অবস্থান করছে।

রয়টার্স আরও জানায়, নিখোঁজ অ্যাথলেট একজন ভারোত্তোলক। পিসিআর পরীক্ষার সময় নিখোঁজ হন তিনি।

Exit mobile version