Site icon Jamuna Television

২৮ মিলিয়ন ডলারের বিনিময়ে জেফ বেজোসের মহাকাশ ভ্রমণসঙ্গী অলিভার

জেফ বেজোসের মহাকাশ ভ্রমণের সঙ্গী হচ্ছেন ১৮ বছর বয়সের অলিভার ডামেন। ছবি: সংগৃহীত

জেফ বেজোসের মহাকাশ ভ্রমণের সবশেষ সঙ্গী হচ্ছেন ১৮ বছর বয়সের অলিভার ডামেন। নিলামে ২৮ মিলিয়ন ডলারে নিশ্চিত হয় তার আসন। অলিভার ডামেন সমারসেট ক্যাপিটলের প্রধান নির্বাহী জোসে ডামেনের ছেলে।

মঙ্গলবার (১৩ জুলাই) এ তথ্য নিশ্চিত করে বেজোসের ব্লু অরিজিন কোম্পানি। টাকার বিনিময়ে ব্লু অরিজিনের একমাত্র যাত্রী হচ্ছেন অলিভার।

অ্যামাজন প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও তার ভাই মার্ক বেজোসসহ এ অভিযানে যাবেন মোট চারজন যাত্রী। ৮২ বছর বয়সী প্রবীণ মার্কিন নভোচারী ওয়ালি ফাঙ্কও এই অভিযানের যাত্রী।

উল্লেখ্য, ব্লু অরিজিনের প্রথম মনুষ্যবাহী মহাকাশযান নিউ শেফার্ড ২০ জুলাই রওনা দেবে যুক্তরাষ্ট্রের টেক্সাস থেকে।

Exit mobile version