Site icon Jamuna Television

বৃদ্ধকে ঘুষি মেরে ভাইরাল কাদের মির্জা

বৃদ্ধ শাড়িটি পরিবর্তন করে অন্যটি নিতে চাইলে কাদের মির্জা তার বুকে ঘুষি মেরে সরিয়ে দেন।

নোয়াখালী প্রতিনিধি:

আবারো আলোচনায় নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। এবার তিনি তার পৌর ভবনের সামনে ঈদুল আজহা উপলক্ষে গরিব দুস্থদের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণকালে এক অসহায় বৃদ্ধকে ঘুষি মারেন। পরবর্তীতে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে যায়।

শুক্রবার (১৬ জুলাই) সকাল ১০টার সময় ওই বৃদ্ধকে ঘুষি দেন কাদের মির্জা।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে পৌর ভবনের নিচে এবং ওপরে কাদের মির্জা পর্যায়ক্রমে ঈদুল আজহা উপলক্ষে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন। বিপত্তি বাধে যখন মেয়র মির্জা এক বৃদ্ধের হাতে শাড়ি তুলে দেন। হাতে নেওয়ার পর ওই বৃদ্ধ শাড়িটি পরিবর্তন করে অন্যটি নিতে চাইলে কাদের মির্জা তার বুকে ঘুষি মেরে সরিয়ে দেন। অল্প কিছুক্ষণের মধ্যে বৃদ্ধকে ঘুষি মারারা ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে।

এ নিয়ে বসুরহাট বাজার ও উপজেলার বিভিন্ন স্থানসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষকে বিরূপ মন্তব্য করতে দেখা গেছে।

Exit mobile version