Site icon Jamuna Television

অনন্ত জলিলের ‘দিন-THE DAY’ যাচ্ছে নরওয়েতে

অনন্ত জলিলের সিনেমা 'দিন-THE DAY' এর পোস্টার

দেশের জনপ্রিয় নির্মাতা, অভিনেতা এবং প্রযোজক অনন্ত জলিলের সিনেমা ‘দিন-THE DAY’ এবার জায়গা করে নিয়েছে বলিউড ফিল্ম ফেস্টিভ্যাল নরওয়েতে।

আগামি ১০ সেপ্টেম্বর থেকে ১৬ সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত চলবে এই অনুষ্ঠান।

‘দিন-THE DAY’ বাংলাদেশ এবং ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত একটি সিনেমা। সিনেমাটি পরিচালনা করেছেন ইরানী পরিচালক ও প্রযোজক মর্তুজা আতাসজামজাম।

ইতোমধ্যে বলিউড ফিল্ম ফেস্টিভ্যালের ডিরেক্টর নাসরুল্লাহ কুরেসী অনন্ত জলিল, বর্ষা এবং এই সিনেমার যৌথ প্রযোজক মর্তুজা আতাসজামজামকে এই অনুষ্ঠানে অংশ গ্রহণ করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন।

Exit mobile version