Site icon Jamuna Television

পশুর হাটে ব্র্যাকের করোনা পরীক্ষা কর্নার

উদ্বোধনের পর ভাটারার সাইদনগর হাটে অ্যান্টিজেন টেস্ট কার্যক্রম পরিদর্শন করেন মেয়র আতিকুল ইসলাম। ছবি: নাজমুল হাসান সানজী।

করোনাভাইরাস পরীক্ষার জন্য রবিবার (১৮ জুলাই) থেকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) অধীনস্থ নয়টি কোরবানির পশুর হাটে অ্যান্টিজেন টেস্ট কার্যক্রম শুরু করেছে ব্র্যাক। দ্রুত ফলাফল প্রদানে স্বাস্থ্য অধিদপ্তরের সহায়তায় এবং ডিএনসিসির পরিচালনায় প্রতি হাটে একটি করে সুরক্ষা কর্নার বসানো হয়েছে। ব্র্যাক এবং স্বাস্থ্য অধিদফতরকে এই কার্যক্রমে সহায়তা করছে যুক্তরাজ্য সরকারের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও)।

রাজধানীর ভাটারার সাইদনগর হাটে আজ রবিবার (১৮ জুলাই) সকাল ১১ টায় কার্যক্রমটি উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। এসময় ব্র্যাকের প্রতিনিধি হিসেবে তার সঙ্গে ছিলেন স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচির ম্যানেজার,টেকনিকেল ডা. মিরানা জামান। আজ থেকে ঈদের আগেরদিন (২০ জুলাই, মঙ্গলবার) পর্যন্ত প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত এই কার্যক্রম চলবে। ক্রেতা-বিক্রেতাদের মধ্যে যাদের করোনাভাইরাসের উপসর্গ, যেমন, জ্বর, সর্দি, কাশি, গলাব্যথা ও শ্বাসকষ্ট রয়েছে, বা কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংস্পর্শে এসেছেন তারা নমুনা জমা দিতে পারবেন। এর জন্য সরকার নির্ধারিত ফি দিতে হবে। তবে আগে থেকে রেজিস্ট্রেশনের প্রয়োজন পড়বে না।

ফলাফল পজিটিভ হলে তা ৩০ মিনিটের মধ্যে জানিয়ে দেওয়া হবে এবং ৩-৪ ঘণ্টার মধ্যে ওয়েবসাইটে আপলোড করা হবে। প্রতিদিন প্রায় ১৫০টি করে নমুনা পরীক্ষার সক্ষমতদা রয়েছে প্রতিটি সুরক্ষা কর্নারের।

বাড্ডা ইস্টার্ন হাউজিং (আফতাবনগর) ই ব্লকে সেকশন-৩–এর খালি জায়গা, কাওলা শিয়ালডাঙ্গাসংলগ্ন খালি জায়গা, উত্তরখান মৈনারটেক শহীদ নগর হাউজিং (আবাসিক) প্রকল্পের খালি জায়গা, উত্তরা ১৭ নম্বর সেক্টর এলাকায় অবস্থিত বৃন্দাবন থেকে উত্তর দিকে বিজিএমইএ পর্যন্ত খালি জায়গা, ভাটারা (সাইদনগর) অস্থায়ী পশুর হাট, মোহাম্মদপুরের বছিলায় ৪০ ফুট সড়কসংলগ্ন রাজধানী হাউজিং, স্বপ্নধরা হাউজিং-বছিলা গার্ডেন সিটির খালি জায়গা, ৪৩ নম্বর ওয়ার্ডের আওতাধীন ৩০০ ফুট সড়কসংলগ্ন উত্তর পাশের সালাম স্টিল লিমিটেড-যমুনা হাউজিং কোম্পানি- ব্যক্তিমালিকানাধীন খালি জায়গা এবং মিরপুরের গাবতলীতে স্থাপিত গবাদি পশুর হাটে এই কার্যক্রম শুরু করেছে ব্র্যাক।

উদ্বোধনকালে মেয়র আতিক বলেন, মহামারির এই সংকটকালে ব্র্যাকের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এছাড়াও অন্যান্য প্রতিষ্ঠানকেও এভাবে সাধ্যমত এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

ব্র্যাকের স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচির পরিচালক মোর্শেদা চৌধুরী বলেন, ব্যাপক জনসমাগমের কারণে কোরবানির পশুর হাট করোনা ভাইরাস সংক্রমণের জন্য উচ্চ ঝুঁকিপূর্ণ। এই ঝুঁকির মাত্রা কমাতেই ব্র্যাক ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সঙ্গে একযোগে কাজ করছে।

Exit mobile version