Site icon Jamuna Television

বাড়ির মালিকের ধর্ষণে ৪ মাসের অন্তঃসত্ত্বা স্কুলছাত্রী

সিংগাইর থানা, মানিকগঞ্জ।

মানিকগঞ্জ প্রতিনিধি:

মানিকগঞ্জের সিংগাইরে বাড়ির মালিকের ধর্ষণের শিকার হয়ে দশম শ্রেণীর ছাত্রী অন্তঃসত্ত্বা হওয়ার অভিযোগ উঠেছে। ওই স্কুল ছাত্রী এখন ৪ মাসের অন্তঃসত্ত্বা।

শনিবার (১৭ জুলাই) রাতে স্কুল ছাত্রীর বাবা বাদী হয়ে বাড়ির মালিক জোনাব আলীর (৪৫) বিরুদ্ধে সিংগাইর থানায় মামলা দায়ের করেছেন।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম মোল্লা জানান, মেয়েটির মা প্রবাসে থাকেন। আসামী জোনাব আলীর বাড়িতে মেয়েকে নিয়ে ভাড়া থাকেন তার বাবা। স্কুল বন্ধ থাকায় বাবা কাজের জন্য বাইরে গেলে মেয়েটি বাড়িতে একাই থাকতো।

গত ৩০ মার্চ রাতে ফাঁকা বাসায় বাড়ির মালিক ওই স্কুলছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে। ঘটনা কাউকে না বলার জন্য ভয় দেখান তিনি। এরপর মেয়েটিকে বিয়ের প্রলোভনে আরও একাধিকবার ধর্ষণ করে।

মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে ঘটনা জানাজানি হয়। স্থানীয়ভাবে বিষয়টি একাধিকবার মিমাংসারও চেষ্টা করা হয়।

ওসি শফিকুল ইসলাম আরও জানান, আসামী জোনাব আলীকে গ্রেফতারে পুলিশ তৎপরতা চালাচ্ছে। দ্রুত সময়ের মধ্যেই তাকে গ্রেফতার করা সম্ভব হবে।

Exit mobile version