Site icon Jamuna Television

মেসির ক্লাবের ট্রেনিং গ্রাউন্ডে রোনালদোর ছবি

বার্সেলোনার ট্রেনিং গ্রাউন্ড। ছবি: সংগৃহীত

মেসির ক্লাব বার্সেলোনার ট্রেনিং গ্রাউন্ডের দেয়ালে শোভা পাচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদোর ছবি। ফুটবলারদের মাঝে করোনা সচেতনতা তৈরি করতে এমন উদ্যোগ নিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।

গত বছরের অক্টোবরে করোনায় আক্রান্ত হয়েছিলেন ক্রিস্টিয়ানো। তারকা খেলোয়াড়দের মধ্যে অন্যতম হিসেবে রোনালদোই করোনায় আক্রান্ত হন। এ কারণে বার্সেলোনার বিরুদ্ধে তুরিনে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ মিস করেন তিনি, যেখানে ওসমান ডেম্বেলে ও লিও মেসির গোলে জয় পায় ক্যাটালানরা।

পুরনো প্রবল প্রতিদ্বন্দ্বীর প্রতি সম্মান প্রদর্শন করার মাধ্যমে ফুটবলারদের করোনা সম্পর্কে সচেতনতা বাড়াতে বার্সা এমন পদক্ষেপ নিয়েছে বলে জানায় স্পোর্টস ভিত্তিক সংবাদমাধ্যম এএস। বার্সার ট্রেনিং গ্রাউন্ড পুরোটাই মেসির ছবিতে আবৃত। তার মাঝে সিআরসেভেনের ছবি রেখে বার্সা কতৃপক্ষ মনে করিয়ে দিচ্ছে যে, ফুটবলারদেরও করোনা হতে পারে। সেই সাথে ফুটবলারদের সতর্ক থাকার পরামর্শও দিচ্ছে কাতালান ক্লাবটি।

Exit mobile version