Site icon Jamuna Television

করোনায় বেড়েছে শনাক্তের হার, কমেছে মৃত্যু

ছবি: প্রতীকী

দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ১৭৩ জনের প্রাণহানি হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি হলো ১৮ হাজার ৪১৮ জনের। ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ৩০.৪৮ শতাংশ। নমুনা পরীক্ষা করা হয়েছে ২৪ হাজার ৯৭৯ টি।

বুধবার (২১ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছেন আরও ৭ হাজার ৬১৪ জন। এ নিয়ে মোট করোনা শনাক্ত হলো ১১ লাখ ৩৬ হাজার ৫০৩ জন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ২৪ ঘণ্টায় ৯ হাজার ৭০৪ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়েছে ৯ লাখ ৬১ হাজার ৪৪ জন।

উল্লেখ্য, দেশে করোনার প্রথম সংক্রমণ শনাক্ত হয়েছিলো গত বছরের ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।

Exit mobile version