মেয়র কর্তৃক ঘোষিত সময়সীমা গতকাল রাতে ১২ টার ভেতরে ঢাকা উত্তর সিটি করপোরেশন শতভাগ বর্জ্য মুক্ত করতে সক্ষম হয়েছে জানিয়েছেন মেয়র আতিক।
সামনের বছরগুলোতে জসাধারণকে সিটি করপোরেশন নির্ধারিত স্থানে কুরবানি দিতে হবে বলে জানিয়েছেন মেয়র। এছাড়াও খোলা জায়গায় কাউকে কুরবানি দিতে দেয়া হবেনা বলেও জানান তিনি। প্রতিটি ওয়ার্ড ও মহল্লায় কুরবানি করার জায়গা নির্ধারণ করে দিবো সিটি কর্পোরেশন। সেখানে কুরবানির পশুর রক্ত সঠিক ভাবে নিষ্কাশনের ব্যবস্থা থাকবে। নিরবচ্ছিন্ন পানি সরবারহ নিশ্চিত করা হবে।
সাংবাদিকদের উদ্দেশ্যে মেয়র আতিক বলেন, এখানে অনেক ধরনের চ্যালেঞ্জ আসবে সেটা মাথায় রেখেই আমরা কাজ করে যাবো। আমদের পাশে সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে। সামনের বছর থেকে সিটি কর্পোরেশন নির্ধারিত স্থান ছাড়া যদি কেউ কুরবানি দেয় তাহলে সংশ্লিষ্টদের জরিমানার আওতায় আনা হবে।

