Site icon Jamuna Television

খাগড়াছড়িতে সর্বোচ্চ শনাক্তের হার, কাল থেকে আবার টিকা দেয়া শুরু

সরকারি ছুটিতে বন্ধ থাকার পর খাগড়াছড়িতে কাল থেকে আবার শুরু হচ্ছে টিকাদান কার্যক্রম। সংগৃহীত ছবি।

খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়িতে গত ২৪ ঘণ্টায় ৩৯ জনের নমুনা পরীক্ষায় ২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। সনাক্তের হার ৬১.৫৪ শতাংশ। এখনও পর্যন্ত খাগড়াছড়িতে এই হার সর্বোচ্চ। অন্যদিকে সরকারি ছুটিতে বন্ধ থাকার পর কাল থেকে আবার শুরু হচ্ছে টিকাদান কার্যক্রম।

স্বাস্থ্য বিভাগ জানায়, চলতি মাসে এ জেলায় ২৬৭৯ জনের নমুনা পরীক্ষায় ৭৬৭ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে রয়েছে নবজাতক শিশুও। এখন হাসপাতালে ভর্তিকৃত রোগীর সংখ্যা ৫০ জন। এদের মধ্যে করোনা পজেটিভ ২৭ জন। বাকি ২৩ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন।

সিভিল সার্জন জানান, খাগড়াছড়িতে সিনোফার্মার ভ্যাকসিন পাওয়ার পর থেকেই টিকাদান কার্যক্রম চলছে। এছাড়াও সংক্রমণ ঊর্দ্ধগতির দিকে আছে মন্তব্য করে সিভিল সার্জন বলেন, স্বাস্থ্যবিধি নিয়ে উদাসীন হওয়ায় শনাক্তের হার বাড়ছে।

মহামারি শুরুর পর থেকে জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৯২৭ জন। সুস্থ হয়েছেন ১০১০ জন। মারা গেছেন ১৫ জন।

Exit mobile version