Site icon Jamuna Television

সরব অলিগলিতে বিধিনিষেধ কার্যকরে তৎপরতা কম

অলিগলিতে বেড়েছে মানুষের ভিড়। ছবি: সংগৃহীত

কঠোর লকডাউনের চতুর্থ দিনে প্রধান সড়কের তুলনায় অলিগলিতে মানুষের চলাচল বেশি। সেখানে বিধিনিষেধ কার্যকরে তৎপরতাও কম।

সকালে রাজধানীর রাস্তায় মানুষ ও যানবাহনের চলাচল ছিলো তুলনামূলকভাবে কম। কিন্তু বেলা গড়ানোর সাথে সাথে মানুষের চলাচল বেড়েছে। বেশিরভাগ মানুষই দাফতরিক প্রয়োজনে বের হয়েছেন। অফিসের গাড়ি, রিকশা বা হেঁটে গন্তব্যে যাচ্ছেন তারা।

সকাল থেকেই রাজধানীর প্রধান সড়কগুলোতে চেকপোস্ট বসিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। যারা বের হয়েছেন তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে চেকপোস্টে। যৌক্তিক কারণ দেখাতে না পারলে করা হচ্ছে জরিমানা।

Exit mobile version