Site icon Jamuna Television

শফিউল বারী বাবুর প্রথম মৃত্যুবার্ষিকী আজ

স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিউল বারী বাবু।

স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিউল বারী বাবুর প্রথম মৃত্যুবার্ষিকী আজ ২৮ জুলাই। গত বছরের এদিনে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

শফিউল বারী বাবুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্বাস্থ্যবিধি মেনে কেন্দ্রীয়ভাবে নানা কর্মসূচি ঘোষণা করা হলেও করোনা পরিস্থিতিতে সরকারের কঠোর বিধিনিষেধে তা পালন করতে নেতাকর্মীদের নিরুৎসাহিত করেছে স্বেচ্ছাসেবক দল। তবে মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বুধবার বিকেল ৪টায় ভার্চুয়াল স্মরণসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

জানা গেছে, স্বাস্থ্যবিধি মেনে স্থানীয় নেতাকর্মী ও পরিবারের সদস্যরা লক্ষ্মীপুরে শফিউল বারীর কবর জিয়ারত ও বিশেষ মোনাজাত করবে। এছাড়া শফিউল বারীর রুহের মাগফিরাত কামনায় গরিব ও এতিমদের মাঝে খাবার পৌঁছে দেওয়া হবে।

উল্লেখ্য, শফিউল বারী দীর্ঘদিন ক্যান্সারে ভুগছিলেন। এছাড়া মৃত্যুর আগে তিনি ফুসফুসের সংক্রমণেও ভুগছিলেন। লক্ষ্মীপুরের রামগতিতে পারিবারিক করবস্থানে তাকে দাফন করা হয়।

Exit mobile version