Site icon Jamuna Television

আবারও চালু হয়েছে সাও পাওলোর পর্তুগিজ ভাষা জাদুঘর

সাও পাওলোর পর্তুগিজ ভাষা জাদুঘর আবারও চালু

ছবি: সংগৃহীত

সাও পাওলোর পর্তুগিজ ভাষা জাদুঘর রোববার আবারও চালু হয়েছে। ২৫ কোটি পর্তুগিজভাষীর সমৃদ্ধ ও বৈচিত্র্যপূর্ণ ইতিহাসের ভাণ্ডার এটি। রোমান সাম্রাজ্য থেকে শুরু করে হোসে সারামাগো ও পাওল কোয়েলহোর মতো সমৃদ্ধ সাহিত্যিক পর্যন্ত পর্তুগিজ ভাষায় উৎস ও শাখা-প্রশাখা চিহ্নিত রয়েছে এ জাদুঘরে; খুঁজে বের করেছে কেপ ভার্দে, পূর্ব তিমুর ও অ্যাঙ্গোলার মতো দেশগুলোতে পর্তুগিজ ভাষার বৈচিত্র্যকে।

পর্তুগিজ ভাষা আর সাহিত্য, সুর ও সংস্কৃতির মাধ্যমে বিশ্বকে এক সুতোয় বাঁধতে এ ভাষার যে সক্ষমতা আছে, তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন পর্তুগালের প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো ডি সুজা।

২০০৬ সালে প্রথম চালু হয় পর্তুগিজ ভাষা জাদুঘর। ২০১৫ সালে এক অগ্নিকাণ্ডে এর বড় অংশ ক্ষতিগ্রস্ত হলে বন্ধ হয়ে যায় সেটি। তখন থেকে বেসরকারি দাতারা ঊনবিংশ শতাব্দীর স্থাপনাটি পুনর্গঠনে এবং সংগ্রহ আধুনিকায়নে সহযোগিতা করে আসছে।

এনএনআর/

Exit mobile version