Site icon Jamuna Television

পুনরায় হামাসের প্রধান হলেন ঈসমাইল হানিয়াহ্

পুনরায় হামাসের প্রধান হলেন ঈসমাইল হানিয়াহ্

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন- হামাসের প্রধান নির্বাচিত হলেন ঈসমাইল হানিয়াহ্। রোববার নিশ্চিত করা হয় এ তথ্য।

২০১৭ সাল থেকেই সংগঠনটির প্রধান ৫৮ বছরের হানিয়াহ। তিনি অবরূদ্ধ গাজা, ইসরায়েলের দখলকৃত পশ্চিম তীরে হামাসের রাজনৈতিক কর্মকাণ্ডগুলো দেখভাল করেন। এমনকি গেলো মে মাসে ইহুদি সেনাবাহিনীর বিরুদ্ধে ১১ দিনের অভিযানও পরিচালনা করেন এই হামাস নেতা। ঐ সহিংসতায়, প্রাণ হারান আড়াই শতাধিক ফিলিস্তিনি এবং ১৩ ইসরায়েলি।

২০০৪ সালে, আহমেদ ইয়াসিনকে হত্যার পর হামাসের হাল ধরেন হানিয়াহ। দু’বছর পরই, ফিলিস্তিনের রাজনীতিতে প্রবেশ করে হামাস। কিছু সময়ের জন্য নির্বাচিত হন প্রধানমন্ত্রীও। কিন্তু যুক্তরাষ্ট্র হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে কালো তালিকাভুক্ত করলে ক্ষমতা থেকে সরে দাঁড়ান তিনি।

এনএনআর/

Exit mobile version