Site icon Jamuna Television

আফগানিস্তানে বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১৫০

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত আফগানিস্তান। ছবি: সংগৃহীত

আফগানিস্তানের কামদিশ শহরে সৃষ্ট বন্যায় কমপক্ষে ১৫০ জন নিহত হয়েছে। এছাড়াও নিখোঁজ আরও অনেকে, পাশাপাশি আহত হয়েছে প্রায় ৭০ জন।

বুধবার (২৮ জুলাই) থেকেই দেশটির নূরিস্তান প্রদেশে তুমুল বৃষ্টিপাত হচ্ছে। ফলে ভূমিধস ও বন্যার সৃষ্টি হয়েছে।

দেশটির প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় বলছে, প্রাকৃতিক দুর্যোগে ভেঙ্গে পড়েছে দু’শোর মতো ঘরবাড়ি-স্থাপনা। মূল সড়কের ১২ কিলোমিটার ক্ষতিগ্রস্ত। সরকারের অভিযোগ, তালেবান নিয়ন্ত্রিত পার্বত্য এলাকা হওয়ায় সেখানে পৌঁছানো যাচ্ছে না প্রয়োজনীয় সহযোগিতা।

এদিকে, উদ্ধার-ত্রাণ এবং সংস্কারের জন্য ৫০ লাখ আফগান মুদ্রা দেয়ার ঘোষণা দিয়েছে তালেবান।

গত জুলাই মাসে পশ্চিমাঞ্চলীয় প্রদেশ-হেরাতও মুখোমুখি হয় ভয়াবহ বন্যার। যাতে প্রাণ হারান কমপক্ষে ১২ বাসিন্দা। ক্ষয়ক্ষতি হয়েছে কয়েকশ’ ঘরবাড়ি, আবাদি জমি এবং মূল সড়কপথ।

Exit mobile version