Site icon Jamuna Television

সৌদি আরবে গুহায় মিলল হাজার হাজার হাড়গোড়

ছবি: সংগৃহীত

সৌদি আরবের বিজ্ঞানীরা দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের একটি গুহা থেকে হাজার হাজার প্রাণী ও মানুষের হাড়গোড় পেয়েছেন। ধারণা করা হচ্ছে প্রায় সাত হাজার বছর ধরে এসব হাড়গোড় হায়েনারা ওই গুহায় জড়ো করেছে।

সদ্য প্রকাশিত এক গবেষণা পত্রে বিজ্ঞানীরা লিখেছেন, দেড় কিলোমিটার দীর্ঘ ওই গুহাটি উম্ম জিরসান এলাকায় অবস্থিত। এখানে ঘোড়া, ইঁদুর, উটসহ বিভিন্ন গবাদি পশু এমনকি মানুষের হাড় পর্যন্ত পাওয়া গেছে।

গুহাটি একটি প্রাকৃতিক সুরঙ্গ যেখান দিয়ে আগে লাভা প্রবাহিত হতো। বিজ্ঞানী স্টুই স্টুয়ার্ট টুইটারে জানিয়েছেন, লাভা প্রবাহ শেষ হওয়ার কারণে এই সুরঙ্গের হাড়গোড়গুলো নষ্ট হয়নি।

সৌদি আরবের উম্ম জিরসানের মতো এলাকায় যেখানে সহজেই হাড়গোড় নষ্ট হয়ে যায়, সেখানে এই আবিষ্কার গবেষণার নতুন দিগন্ত খুলে দিয়েছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।

Exit mobile version