Site icon Jamuna Television

অ্যাস্ট্রাজেনেকার টিকা গ্রহণকারী ৯৮ শতাংশ মানুষের শরীরে অ্যান্টিবডির উপস্থিতি

অ্যাস্ট্রাজেনেকার টিকা গ্রহণকারী ৯৮ শতাংশ মানুষের শরীরে অ্যান্টিবডির উপস্থিতি

ছবি: প্রতীকী

অ্যাস্ট্রাজেনেকার টিকা গ্রহণকারী ৯৮ শতাংশ মানুষের শরীরে অ্যান্টিবডির উপস্থিতি পাওয়া গেছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের গবেষণায় এ তথ্য উঠে এসেছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, চলতি বছরের এপ্রিল থেকে জুলাই পর্যন্ত টিকা গ্রহণকারী ২০৯ জনকে নিয়ে এ গবেষণা করা হয়েছে। যারা আগেই করোনা আক্রান্ত হয়েছিলেন তাদের শরীরে অ্যান্টবডি তুলনামূলক বেশি পাওয়া গেছে।

গবেষণায় অংশগ্রহণকারীদের মধ্যে তিন-চতুর্থাংশ পুরুষ এবং অর্ধেকের বেশি স্বাস্থ্য সেবাদানে নিয়োজিত। অংশগ্রহণকারীদের মধ্যে ৩১ শতাংশ আগেই করোনায় আক্রান্ত হয়েছিলেন। অর্ধেকের বেশি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হাপানীসহ অন্যান্য রোগে আক্রান্ত। তবে এ ধরণের রোগ থাকলেও টিকা নেয়ার পর অ্যান্টিবডি তৈরিতে কোন পার্থক্য দেখা যায়নি। আর ৪২ শতাংশের শরীরে মৃদু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছিল তবে রক্ত জমাট বাধা বা জটিল কোন পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি।

এনএনআর/

Exit mobile version