Site icon Jamuna Television

অনির্দিষ্টকালের জন্য স্থগিত ইংল্যান্ডের বাংলাদেশ সফর

বাংলাদেশের সাথে সীমিত ওভারের সিরিজ হবার কথা ছিল ইংল্যান্ডের। ছবি: ইএসপিএন ক্রিকইনফো

অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়েছে বাংলাদেশের সাথে ইংল্যান্ডের সাদা বলের সিরিজ, ইএসপিএন ক্রিকইনফোতে এসেছে এই খবর। এ বছরের সেপ্টেম্বর ও অক্টোবরে বাংলাদেশে অনুষ্ঠিত হবার কথা ছিল ৩টি টি-২০ ও ৩টি ওয়ানডে ম্যাচের এই সিরিজ।

সিরিজ স্থগিত হবার ব্যাপারে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের আনুষ্ঠানিক কোনো বিবৃতি এখনো আসেনি।

টি-২০ বিশ্বকাপের ঠিক আগে আগেই সিরিজটি হবার কথা ছিল। এই সিরিজ স্থগিত হওয়ায় সুবিধা পাবে আইপিএলে খেলা ইংলিশ প্লেয়াররা। সেপ্টেম্বরের ১৯ তারিখ থেকে আরব আমিরাতে শুরু হবার কথা আইপিএলের বাকি ম্যাচগুলো।

বাংলাদেশ সিরিজ স্থগিত হওয়ায় ইংল্যান্ডের অন্যান্য ক্রিকেটাররাও তাদের সামনে ব্যস্ততায় ঠাঁসা এক সূচির আগে বিশ্রাম পাবেন। টি-২০ বিশ্বকাপ ছাড়াও তাদের সামনে আছে মর্যাদার অ্যাশেজ। এছাড়াও বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে অক্টোবরের ১৪ ও ১৫ তারিখে পাকিস্তানের বিরুদ্ধে দুটি টি-২০ ম্যাচ খেলার কথা আছে ইংলিশদের।

Exit mobile version