Site icon Jamuna Television

বৃষ্টি বিঘ্নিত ২য় দিনে ৫৮ রানে পিছিয়ে ভারত

রোহিত শর্মা আশা জাগিয়েও প্যাভিলিয়নে ফিরেছেন ৩৬ রানে।

দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে ৫৮ রানে পিছিয়ে ভারত। বিনা উইকেটে ২১ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে ৪ উইকেটে ১২৫ রান সংগ্রহ করে কোহলির দল।

ট্রেন্ট ব্রিজে রানের খাতা খোলার আগেই কট বিহাইন্ড হয়ে যান ক্যাপ্টেন কোহলি। টেস্ট ক্যারিয়ারে এটি কোহলির ১৩ তম ডাক আর অধিনায়ক হিসেবে নবম। এর আগে মহেন্দ্র সিং ধোনি অধিনায়ক হিসেবে টেস্টে সবচেয়ে বেশি শূন্য ছিলো ৮টি। তাই ডাক লজ্জার নতুন রেকর্ড এবার কোহলির দখলে।

বৃষ্টিবিঘ্নিত ২য় দিনে খেলা হয়েছে মাত্র ৩৩ ওভার। এরমধ্যে ৩৬ রানে রোহিত শর্মাকে ফিরিয়েছেন রবিনসন। থিতু হতে পারেননি চেতশ্বর পুজারা কিংবা আজিঙ্কা রাহানেও। এখন ৫৭ রানে অপরাজিত আছেন কেএল রাহুল।

উল্লেখ্য, প্রথম ইনিংসে ১৮৩ রানে অলআউট হয়েছে স্বাগতিক ইংল্যান্ড।

/এসএইচ

Exit mobile version