Site icon Jamuna Television

এবার পরীমণির পাশে ছিলেন না চয়নিকা, ডিঅ্যাক্টিভ করলেন ফেসবুকও

নির্মাতা চয়নিকা চৌধুরী ও পরীমণি।

নির্মাতা চয়নিকা চৌধুরীকে নিজের মা বলে সম্বোধন করতেন ঢাকাই ছবির আলোচিত চিত্রনায়িকা পরীমণি। বোটক্লাব ইস্যুতে পরীমণির পাশে ছিলেন চয়নিকা চৌধুরী। কিন্তু মাদক মামলায় আটক পরীমণির পাশে আর দেখা যায়নি তাকে।

জানা যায়, বোটক্লাব ইস্যু পরবর্তী বিভিন্নভাবে পরীমণির পরামর্শক হিসেবে ছিলেন চয়নিকা। অথচ গত পরশু দিন যখন পরীমণির বাসায় ৪ ঘণ্টা ধরে র‌্যাব অভিযান চালায় তখন আর দেখা পাওয়া যায়নি নির্মাতা চয়নিকা চৌধুরীকে। বিষয়টি অনেকেরই নজরে এসেছে। শুধু তাই নয়, কেউ কেউ চয়নিকাকে নিয়ে ট্রলও করেছেন ফেসবুকে।

গণমাধ্যমে চয়নিকা জানান, তিনি পরীমণির লাইভের বিষয়টি যখন জেনেছেন ততক্ষণে লাইভ শেষ। এরপর আর তেমন কিছু করার ছিল না তার।

এদিকে, চয়নিকা চৌধুরীর ফেসবুক অ্যাকাউন্ট খুঁজে পাওয়া যাচ্ছে না। অন্যদিকে পরীমণি ইস্যুতে সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে নানারকম নেতিবাচক মন্তব্য দেখা যাচ্ছে। ধারণা করা হচ্ছে, এসব সাইবার আক্রমণ থেকে দূরে থাকতেই ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করেছেন চয়নিকা চৌধুরী।

ইউএইচ/

Exit mobile version