Site icon Jamuna Television

মেসির বার্সা ছাড়ার নেপথ্যে রোমেরো!

ক্রিশ্চিয়ান রোমেরো ও লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

অবশেষে বার্সেলোনা ছাড়তে হচ্ছে আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসিকে। দীর্ঘ ২১ বছরের বার্সা অধ্যায় শেষ হচ্ছে তার। কিন্তু কী কারণে ক্লাব ছাড়লেন মেসি এসব নিয়ে জল্পনা কল্পনা শুরু হয়েছে নানান দিক থেকে। ভক্তরা জানতে চাচ্ছে আসল কারণ, ফুটবল সমালোচকরাও চুলচেরা বিশ্লেষণ করছেন এ বিষয়ে। আর্জেন্টাইন ডিফেন্ডার রোমেরোকে বার্সায় ভেড়াতে না পারাকেও কারণ মনে করছে কেউ কেউ।

মেসি বার্সার ছাড়ার পেছনে মূল কারণ হিসেবে আলোচনায় ছিল ক্লাবের আর্থিক সঙ্কট। তবে এটাই একমাত্র কারণ নাকি আরও কারণ আছে?

৫০ শতাংশ বেতন কমিয়ে খেলার ইচ্ছা জানিয়েও প্রিয় ক্লাবে আর থাকা হলো না লিওনেল মেসির। নতুন চুক্তিতে সই করা হলো না। মেসি এখন বার্সায় সাবেক। কেউ বলছেন, আর্জেন্টাইন ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরোকে দলে ভেড়াতে না পারাও মেসির সাথে চুক্তি করতে না পারার একটা কারণ।

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, মেসির ক্লাব ছাড়ার অনেক কারণ রয়েছে। তার মধ্যে একটি হলো, আর্জেন্টাইন ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরো। আর্জেন্টাইন ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরোকে বার্সায় ভিড়িয়ে মাঠের রক্ষণকে আরও শক্তিশালী করতে চেয়েছিলেন মেসি। কিন্তু শেষ পর্যন্ত মেসির ইচ্ছা পূরণ করতে পারেনি বার্সা।

পরে ইংলিশ প্রিমিয়ার লিগের দল টটেনহ্যাম হটস্পার রোমেরোকে কিনে নেয়।

Exit mobile version