Site icon Jamuna Television

মডেল মৌ আরও ৪ দিনের রিমান্ডে

মডেল মৌ আরও ৪ দিনের রিমান্ডে

ছবি: সংগৃহীত

প্রথম দফায় ৩ দিনের রিমান্ড শেষে মডেল ফারিয়া মাহবুব পিয়াসা ও মরিয়ম আক্তার মৌকে আদালতে তোলা হয়েছে।

আজ শুক্রবার (৬ আগস্ট) মৌ’র আরও চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মোহাম্মদপুর থানার মামলায় মৌ’র বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন করে সিআইডি।

অন্যদিকে, মডেল পিয়াসাকে আলাদা ৩টি মাদক মামলায় ২৭ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। খিলক্ষেত থানা ৭ দিন, ভাটারা ও গুলশান থানা ১০ দিন করে রিমান্ডের আবেদন করে।

এর আগে সোমবার (২ আগস্ট) শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম শহিদুল ইসলামের আদালত মডেল পিয়াসার তিনদিন এবং ঢাকা মহানগর হাকিম আশেক ইমামের আদালত মৌয়ের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

রোববার (১ আগস্ট) রাত ১০টার দিকে রাজধানীর বারিধারায় মডেল পিয়াসার বাসায় অভিযান শুরু করে পুলিশ। পরে রাত পৌনে ১২টার দিকে তাকে আটক করা হয়। পিয়াসার দেয়া তথ্যে আরেক মডেল মরিয়ম আক্তার মৌয়ের রাজধানীর মোহাম্মদপুর বাবর রোডের বাসায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। পরে রাত ১টার দিকে মৌকে আটক করা হয়।

এনএনআর/

Exit mobile version