Site icon Jamuna Television

সেজান জুস ট্র্যাজেডি: আরও আরও ২১ লাশ হস্তান্তর

নারায়ণগঞ্জের সেজান জুস কারখানার আগুনে নিহত আরও ২১ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

শনিবার (৭ আগস্ট) দুপুরে ঢাকা মেডিকেলের মর্গ থেকে মরদেহগুলো হস্তান্তর করা হয়। এ সময় লাশ নিতে এসে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা।

মরদেহ দাফনের জন্য প্রত্যেকের পরিবারকে ২৫ হাজার করে টাকা দিয়েছে জেলা প্রশাসন। তবে ক্ষতিপূরণ নয় বিচারের দাবি স্বজনদের।

প্রাথমিক অবস্থায় শনাক্ত করা যায়নি এমন ৪৮ জনের মধ্যে এ পর্যন্ত ৪৫ জনের লাশ ফরেনসিক রিপোর্টের মাধ্যমে শনাক্ত করা সম্ভব হয়েছে।

গত ৮ জুলাই নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেজান জুস কারখানায় আগুন লাগে। অগ্নিকাণ্ডে ৫১ জন মারা যায়।

Exit mobile version