Site icon Jamuna Television

সুস্থ আছেন ড. জাফর ইকবাল, সেরে উঠবেন দ্রুতই: আইএসপিআর

ড. মুহম্মদ জাফর ইকবাল স্বাভাবিক আছেন; দ্রুত আরোগ্য লাভ করবেন বলে জানিয়েছেন সিএমএইচ-এর সার্জন মেজর জেনারেল মুন্সি মুজিবুর রহমান।

সকালে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, চিকিৎসার স্বার্থে কাউকে সাক্ষাতের অনুমোদন দেয়া হচ্ছে না। শিক্ষাবিদ জাফর ইকবালের চিকিৎসায় ৫ বিশেষজ্ঞ নিয়ে বোর্ড গঠন করা হয়েছে।

সিএমএইচের সার্জন জানান, জাফর ইকবালের মাথায়, পিঠে ও হাতে ৪ স্থানে আঘাত করা হয়েছে। পুরো শরীর স্ক্যান করে দেখা হয়েছে। তার মানসিক অবস্থা ভালো। স্বাভাবিক কথাবার্তা বলছেন। জাফর ইকবালকে এখন পানি জাতীয় খাবার দেয়া হচ্ছে বলেনও জানান তিনি।

একদিকে, জাফর ইকবাল মানসিকভাবে সুস্থ আছেন এবং ছাত্রদেরকে শান্ত থাকতে বলছেন বলে জানিয়েছেন তাঁর স্ত্রী ইয়াসমীন হক। বলেন, উন্মুক্ত মঞ্চে হামলার বিষয়টি যে কারো পক্ষে মোকাবেলা করা কঠিন। এতে পুলিশের কোন ব্যর্থতা নেই।

তিনি আরও বলেন, তার সাথে চিকিৎসার স্বার্থে দেখা না করাই ভালো, তিনি নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে আছেন। আমরা আপাতত কাউকে দেখা করতে দিচ্ছিনা।

 

Exit mobile version