Site icon Jamuna Television

কামড়ালো সাপে, রাগে-ক্ষোভে সাপকেই কামড়ে মারলেন ব্যক্তি!

ছবি: সংগৃহীত

পৃথিবীতে কত অদ্ভুত ঘটনাই না ঘটে। সাপকে দেখলে ভয়ে রীতিমতো হাত-পা ঠান্ডা হয়ে যায় মানুষের। সেই সাপ’কেই নাকি কামড়ে মেরেছেন এক ব্যক্তি! প্রতিশোধ নিতে গিয়েই এমন কাজ করেছেন বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে ভারতের উড়িষ্যার জয়পুর জেলার এক প্রত্যন্ত গ্রামে। খবর নিউজ এইটিনের।

খবরে বলা হয়, ওই ব্যক্তির নাম কিশোর বদ্রা (৪৫)। তিনি গাম্ভারীপাতিয়া গ্রামে বসবাস করেন। গ্রামটি আদিবাসী অধ্যুষিত। এই কাণ্ড ঘটানোর পর এখন সকলের মুখে মুখে ঘটনাটি।

স্থানীয় সূত্রে জানা যায়, কিশোর গত বুধবার রাতে তার জমি থেকে মাঠের পথ ধরে বাড়ি ফিরছিলেন। ধানের জমিতে তার পায়ে কিছু একটা কামড়ায়। সাথে সাথে হাতে থাকা টর্চটি জ্বালিয়ে দেখেন একটি বিষধর সাপ সামনেই নড়াচড়া করছে। এ সময় রাগে-ক্ষোভে তিনি সাপটিকে ধরে কামড়ে ক্ষতবিক্ষত করে দেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় সাপটির। এরপর সাপের মাথা আর দেহটি হাতে করে বাড়ি ফিরে আসেন কিশোর। বাড়ি ফিরে স্ত্রীকে ঘটনা খুলে বলেন। নিমেষেই সমস্ত গ্রামে ছড়িয়ে পড়ে ঘটনাটি। গ্রামের লোকরা এসে ভিড় জমায় কিশোরের বাড়িতে। ওই ব্যক্তির বক্তব্য, বিষাক্ত সাপকে কামড়ালেও তার শরীরে কোনো সমস্যা হচ্ছে না।

ইউএইচ/

Exit mobile version