Site icon Jamuna Television

স্বাস্থ্যখাত নিয়ে সমালোচনায় স্বাস্থ্যমন্ত্রীর আক্ষেপ

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

স্বাস্থ্যখাত নিয়ে সমালোচনায় আক্ষেপ প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আক্ষেপ করে তিনি বলেন, মহামারি মোকাবেলায় স্বাস্থ্যবিভাগ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করেছে। তারপরেও সমালোচনার সম্মুখীন হতে হচ্ছে।

আজ রোববার (১৫ আগস্ট) দুপুরে মহাখালীতে শোক দিবসের আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, টিকা পাওয়া সাপেক্ষে গণটিকা কার্যক্রম আবার শুরু হবে। টিকা আনার চেষ্টা অব্যাহত আছে। এজন্য ভারতকে তাগাদা দিচ্ছে সরকার। কিন্তু, এখনো চূড়ান্ত আশ্বাস পাওয়া যায়নি।

সংক্রমণ ও মৃত্যুর হার কম বলে মন্তব্য করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সবার সহযোগিতা প্রয়োজন।

আলোচনা সভায় স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের মানুষ কোভিডমুক্ত হলে জাতির জনকের আত্মা শান্তি পাবে।

Exit mobile version