Site icon Jamuna Television

আফগানিস্তানে থেকে নাগরিকদের ফেরাতে আরও সেনা পাঠাচ্ছে যুক্তরাজ্য

ছবি: সংগৃহীত

আফগানিস্তান থেকে ব্রিটেনের নাগরিক ও তাদের সাথে কাজ করা আফগানিস্তানের নাগরিকদের ফেরাতে সেখানে আরও ২০০ সেনা পাঠাচ্ছে যুক্তরাজ্য। মোট ৯০০ ব্রিটিশ সেনা কাবুলে অবস্থিত হামিদ কারজাই বিমানবন্দরে টহলের জন্য কাজ করবে।
খবর বিবিসির।

আফগানিস্তানের রাজধানী কাবুল তালেবানের নিয়ন্ত্রণে আসার পর কাবুল বিমানবন্দরে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সেখানে অবস্থানরত মানুষ দ্রুত আফগানিস্তান ছাড়তে চাইছে। হুড়োহুড়ি করে বিমানে ওঠার চেষ্টাও করেছে তারা। বিমানবন্দরে বিশৃঙ্খলায় অন্তত পাঁচজন নিহত হয়েছে বলে একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডোমিনিক রাব বলেন, কাবুল থেকে ৩৫০ ব্রিটিশ সেনা ও তাদের সাথে কাজ করা আফগানিস্তানের নাগরিকদের যুক্তরাজ্যে নিয়ে আসা হবে। আফগানিস্তানে যে পরিস্থিতি হয়েছে সেটি আমরা চাইনি। কিন্তু নতুন এই বাস্তবতার সাথে আমাদের কাজ করতে হবে।

সোমবার (১৬ আগস্ট) সন্ধ্যায় যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ব্রিটেনের নাগরিকদের সাথে কাজ করা প্রায় সাড়ে তিন হাজার আফগানকে যুক্তরাজ্যে এনে পুনর্বাসন করা হবে।

Exit mobile version